Home / খবর / জেলায় জেলায় / ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা মহিলার রহস্যমৃত্যু, এসআইআর আতঙ্কের অভিযোগ ডানকুনিতে

২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা মহিলার রহস্যমৃত্যু, এসআইআর আতঙ্কের অভিযোগ ডানকুনিতে

কোলফিল্ড টাইমস: হুগলির ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম হাসিনা বেগম (৬০)। স্থানীয়দের দাবি, ২০০২ সালের এসআইআর তালিকায় তাঁর নাম ছিল না। পরিবারের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও এসআইআর নিয়ে ভয় ও মানসিক চাপেই অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার সকালে আচমকাই রাস্তার পাশে অচেতন হয়ে পড়েন হাসিনা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম বলেন, “এসআইআর নিয়ে সাধারণ মানুষ চরম মানসিক চাপে রয়েছেন। যাদের নাম ২০০২ সালের তালিকায় নেই, তাঁদের আতঙ্ক আরও বেশি। মৃত মহিলার নামও তালিকায় ছিল না। মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন।”

স্থানীয় বাসিন্দা তাহেরা বিবির কথায়, “শনিবার এলাকায় এসআইআর নিয়ে মিটিং হয়েছিল। সবার মধ্যেই ভয় কাজ করছিল। হাসিনাও চিন্তিত ছিলেন। রবিবার কাজে গিয়েছিলেন, ফেরার পথে রাস্তার ধারে বসে পড়েন। এরপর শরীর অসাড় হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।”

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই ওয়ার্ডের আরও এক ব্যক্তি অসুস্থ হয়ে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে এসআইআর সংক্রান্ত এনিউমারেশন ফর্ম পূরণের কাজ শুরু হচ্ছে। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পরপর পাঁচজনের মৃত্যুর ঘটনায় উঠেছে এসআইআর আতঙ্কের অভিযোগ। এর আগে উত্তর ২৪ পরগনার পানিহাটি, ব্যারাকপুর, বীরভূমের ইলামবাজার এবং পূর্ব বর্ধমানের জামালপুরেও একই রকম মৃত্যুর ঘটনা ঘটেছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *