Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে দলবদল, তৃণমূল ছেড়ে শতাধিক কর্মীর বিজেপিতে যোগদান

দুর্গাপুরে দলবদল, তৃণমূল ছেড়ে শতাধিক কর্মীর বিজেপিতে যোগদান

কোলফিল্ড টাইমস: দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী দলবদল করে বিজেপিতে যোগ দিলেন।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তারা। দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকায় এক বেসরকারি অতিথিশালায় এই যোগদান পর্ব হল বুধবার দুপুরে। বিজেপি বিধায়কের দাবি, দুর্গাপুরের ৪০, ৪১, ৪২, ৪৩ নং সহ আশপাশের ওয়ার্ড থেকে তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগ দিলেন।

বিজেপি বিধায়ক দিবা স্বপ্ন দেখছেন। বসে থাকা দলীয় কর্মীদের হাতে ঝান্ডা ধরিয়ে দিয়ে এখন বিজেপিতে তৃণমূল কর্মীদের যোগদানের কথা বলছেন। পাল্টা তোপ দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহার।

এসআইআর আবহে শাসক ও বিরোধী তরজা তুঙ্গে এই বাংলায়। তার সঙ্গে এবার বাড়তি সংযোজন হল এই যোগদান পর্ব। বলা যেতেই পারে, ২০২৬ এর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ভোটের উত্তেজনার পারদ ধীরে ধীরে চড়ছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *