জলপাইগুড়িতে টোটোর রেজিস্ট্রেশন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিনামূল্যে রেজিস্ট্রেশন ও ই-রিকশা কেনায় সরকারি ভর্তুকির দাবিতে সরব হয়েছে বাম প্রভাবিত টোটোচালক ইউনিয়ন। নির্দেশিকা প্রত্যাহার না হলে ছট পুজোর পর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
জলপাইগুড়ি: টোটোর রেজিস্ট্রেশন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বাম প্রভাবিত টোটোচালক ইউনিয়নের। বিনামূল্যে টোটোর রেজিষ্ট্রেশন করানোর দাবি সংগঠনের জেলা নেতৃত্বের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, “নির্দেশিকা অনুযায়ী দু’ বছরের মধ্যেই টোটোচালকদের ই-রিকশা কিনতে হবে। তার জন্য আবার রেজিস্ট্রেশন-সহ নানা খাতে অর্থ খরচ করতে হবে টোটোচালকদের। তবে এখন আবার কেন পয়সা খরচ করে রেজিষ্ট্রেশন করবেন টোটোচালকেরা। এখন রেজিস্ট্রেশন করতে হলে তা বিনামূল্যে করানো হোক।”

শুভাশিষ সরকার, জেলা সম্পাদক, বাম প্রভাবিত ই-রিকশা ইউনিয়ন
তাঁর দাবি, ই-রিকশা কেনার ক্ষেত্রে ভর্তুকিরও ব্যবস্থা করুক রাজ্য সরকার। রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশিকার বদল না হলে ছট পুজোর পরে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন শুভাশিস।
সম্প্রতি জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)-কে সঙ্গে নিয়ে টোটো চালকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সরকারি নির্দেশিকা জানান জেলাশাসক শামা পারভীন। এর পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় শহরবাসীর মনে। জনৈক অবসরপ্রাপ্ত অধ্যাপক বলেন, “শহরে টোটো প্রচুর পরিমাণে রয়েছে। যানজটও লাগামছাড়া। এর সুষ্ঠ সমাধান প্রশাসনকেই করতে হবে। কারও যাতে পেটে লাথি না পরে সেটাও লক্ষ্য রাখতে হবে।”
তৃণমূলের এক শ্রমিক নেতা বলেন, “আমরা বিষয়টির ওপর নজর রাখছি।”










