মেদিনীপুর শহরে ফুটবল ম্যাচ চলাকালীন ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। খেলার মাঝেই মাঠে ঢুকে রেফারিকে লাথি মারেন স্থানীয় তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁয়ের ভাইপো রাজা খাঁ। মুহূর্তেই ভাইরাল হয় সেই দৃশ্যের ভিডিয়ো। পরে অভিযুক্তকে গ্রেফতার করে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় শাসকদল অস্বস্তিতে পড়লেও বিরোধীরা সরব হয়েছেন।
শুক্রবার ওল্ড প্রদীপ সংঘের মাঠে ছোটদের ফুটবল টুর্নামেন্ট চলাকালীন এই ঘটনা ঘটে। রেফারির দায়িত্বে ছিলেন স্কুলশিক্ষক লক্ষ্মণ মাণ্ডি। একটি গোলকে কেন্দ্র করে বচসার জেরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, রাজা খাঁ মাঠে ঢুকে জোর করে গোলটি বাতিল করান এবং রেফারিকে ধাক্কাধাক্কি করে শেষে পেটে লাথি মারেন।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভিডিয়ো প্রকাশ করে কটাক্ষ করেছেন, ‘‘এটাই তৃণমূলের সংস্কৃতি। ভোটে নির্বাচন কমিশনকে আক্রমণ হোক বা মাঠে রেফারিকে মারধর—সব একই চিত্র।’’ তিনি আইনি পদক্ষেপেরও দাবি করেছেন।
তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘‘ঘটনাটি নিন্দনীয়, কিন্তু দলের সঙ্গে এর কোনও যোগ নেই। অভিযুক্তকে আইনের পথে শাস্তি পেতে হবে।’’ জেলা সভাপতি সুজয় হাজরা এবং পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁও অভিযুক্তের আচরণের তীব্র নিন্দা করেছেন।
পশ্চিমবঙ্গ রেফারি অ্যাসোসিয়েশন এই ঘটনাকে ‘‘গর্হিত অপরাধ’’ বলে আখ্যা দিয়েছে। ঘটনার জেরে রাজনৈতিক মহল থেকে খেলাধুলোর সংগঠন—সব ক্ষেত্রেই নিন্দার ঝড় উঠেছে।