আজ, শুক্রবার দুপুর ১টায় যৌথ উদ্যোগে শ্রমিক সংগঠন এএসডব্লিউইউ-এএসপি এবং এএসপিটিএমসি-আইএনটিইউসি যৌথ উদ্যোগে দুর্গাপুরে সিজিএম (ডব্লিউ) দফতর ঘেরাও কর্মসূচি পালন করে। দীর্ঘদিনের দাবি ঘিরেই এই কর্মসূচি নেওয়া হয়। স্থায়ী শ্রমিকদের ৩৯ মাসের এরিয়া, পুজোর বোনাস, কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণ ছাড়াও অস্থায়ী শ্রমিকদের পূর্ণ ভি-ডি-এ, ডিএসপি-র সার্কুলার অনুযায়ী বেতন, ৩৬ দিনের ছুটি সহ মোট ১৫ দফা দাবি উত্থাপন করা হয়।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এএসডব্লিউইউ-র কার্যকরী সভাপতি মিণিলাল সিনহা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দত্ত, সহ-সভাপতি জয়ব্রত মজুমদার, সহ-সম্পাদক সঞ্জয় তামাং, রামনারায়ণ সাহা, পথদূত দে, বিপ্লব মুখার্জী, উজ্জ্বল দাস, রবিশঙ্কর দাস। পাশাপাশি এএসপিটিএমসি-আইএনটিইউসি-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি স্বপন কুণ্ডু, সাধারণ সম্পাদক লক্ষণ রায়, সম্পাদক অজয় বাগদি, কানায়া বসাক, সাংগঠনিক সম্পাদক জিৎ চক্রবর্তী, কোষাধ্যক্ষ শিবনাথ ধীবর, বাবলু বদ্যকার, উজ্জ্বল রুইদাস সহ অন্য নেতৃত্ব।
বিক্ষোভের শেষে দুটি সংগঠনের পক্ষ থেকে সিজিএম (ডব্লিউ)-এর হাতে দাবি পত্র তুলে দেওয়া হয়। সমাবেশের পর উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এএসডব্লিউইউ-র সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত।