সালানপুর: বুধবার সকালে সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত হদলা গ্রামে দেশি মদ ও মহুয়া মদের ভাটিতে যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি দপ্তর।
এই অভিযানে প্রায় ৮০০ লিটার এফ উওসা (দেশি মদ ও মহুয়া মদ তৈরির কাঁচামাল),২০টি অ্যালুমিনিয়ামের হাড়ি এবং ৫০ লিটার তৈরি মহুয়া মদ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে সালানপুর থানা ও কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের পাশাপাশি বারাবনি আবগারি দপ্তরের কর্মীরা অংশ নেন। মোট ২০ জনের একটি দল, যার মধ্যে পুরুষ ও মহিলা পুলিশ সদস্যরা ছিলেন, এই অভিযানে অংশগ্রহণ করেন।অভিযানের সময় মদ তৈরির কয়েকটি ভাটি ধ্বংস করা হয়। তবে, অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ ও আবগারি দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অঞ্চলে অবৈধ মদের কারবার দীর্ঘদিন ধরে চলে আসছে,যা এলাকার আইন শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। হদলা গ্রামের একজন বাসিন্দা বলেন, “এই ধরনের অভিযান আমাদের এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে। আমরা চাই, এমন উদ্যোগ আরও জোরদার হোক।”
অন্য একজন বাসিন্দা মনে করেন, এই অভিযান অবৈধ মদের কারবারে লাগাম টানতে সাহায্য করবে।
আবগারি দপ্তরের এক আধিকারিক জানান, “আমরা এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
পুলিশও জানায়, তারা এলাকায় নিয়মিত নজরদারি বাড়াবে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।এলাকাবাসী আশা করছেন, এই অভিযানের ফলে অবৈধ মদের কারবার কমবে এবং গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।
স্থানীয়দের দাবি, এমন অভিযান নিয়মিত হলে অপরাধ নিয়ন্ত্রণে আরও সাফল্য আসবে।