Home / খবর / জেলায় জেলায় / বারাবনিতে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি, বিধানসভা নির্বাচনে জোট নিয়ে দিলেন বার্তা, তৃণমূল ও বিজেপিকে আক্রমণ

বারাবনিতে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি, বিধানসভা নির্বাচনে জোট নিয়ে দিলেন বার্তা, তৃণমূল ও বিজেপিকে আক্রমণ

বারাবনি : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ নেতা ভাঙ্গড়ের বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকি শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনিতে আসেন। তিনি সেখানে একটি সংগঠনের অনুষ্ঠানে যোগ দেন।
এদিন বারাবনিতে আইএসএফ বিধায়ককে ঘিরে তার অনুগামীদের ভিড় ও উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকী বলেন, আমি এখানে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য আসিনি। এদিন কাজি নজরুল ইসলামের স্মরণে এসসি এসটি সংখ্যালঘু সংগঠনের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কাজি নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে আমি আজ এখানে এসেছি।

তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই বারাবনি বিধানসভাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্গ বলা হয়। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনও জায়গা কারও দুর্গ নয়। সেখানে যে দল নির্বাচনে লড়াই করে জনসাধারণের সমর্থন পায়, কেবল সেই দলই জয়ী হয়।

অন্যদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনে মিম বা এআইএমআইএমের সঙ্গে জোটের প্রশ্নে তিনি বলেন, আমি যেকোনও ধর্মনিরপেক্ষ দলের সাথে যোগ দিতে প্রস্তুত। আমার একমাত্র লক্ষ্য বিজেপিকে থামানো। পাশাপাশি যে দলটি বাংলায় বিজেপিকে এনেছে তাকেও আটকাতে হবে।

আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল কি তৃনমূল কংগ্রেসের সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের সাথে জোট করবে? এই প্রশ্নে নওশাদ সিদ্দিকী স্পষ্টভাবে বলেন, যতক্ষণ না হুমায়ুন কবির ৩০ শতাংশ এবং ৭০ শতাংশ সম্পর্কে তাঁর বক্তব্যের জন্য সকলের সামনে অনুতপ্ত হয়ে বলবেন যে তিনি ভুল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনও আলোচনা হবে না। জোট গঠন তো অনেক দূরের কথা। এসআইআর ইস্যুতে তিনি বলেন যে, কোনও অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়। তবে যদি একজনও যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়, তাহলে আমি নিজেই সুপ্রিম কোর্টে মামলা করবো ও শেষ পর্যন্ত লড়াই করবো।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *