Home / খবর / জেলায় জেলায় / এ বার কি পালা আসানসোলের? দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের তিন সদস্য অপসারণের পর জল্পনা

এ বার কি পালা আসানসোলের? দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের তিন সদস্য অপসারণের পর জল্পনা

দুর্গাপুর : রাজ্যের পুর প্রশাসনিক পরিকাঠামোয় বড় রদবদল করল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর থেকে তিন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে। অপসারিত হয়েছেন সিনিয়র সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর লাহা এবং রাখি তিওয়ারি। এই সিদ্ধান্তে জেলা তথা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে শাসক দলের অন্দরে।

সূত্রের খবর, পুরসভা ও পুরনিগমগুলির প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন পুরনির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য নেতৃত্বের নির্দেশে এই পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই এই বোর্ডে রদবদল হয়েছিল। সরানো হয়েছিল ভাইস-চেয়ারপারসন অমিতাভ (জহর) বন্দ্যোপাধ্যায়কে। তার মধ্যেই ফের তিন সদস্যকে অপসারণে জোর রাজনৈতিক জল্পনা।

এখন থেকে দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারপারসন থাকছেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং ভাইস-চেয়ারপারসন ধর্মেন্দ্র যাদব।

দুর্গাপুরের এই আকস্মিক রদবদলের পর এখন প্রশ্ন উঠছে — এবার কি আসানসোল পুরনিগমের পালা? রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রশাসনিক পুনর্বিন্যাসের এই ধারা এবার আসানসোলেও ছোঁয়া পেতে পারে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *