Home / খবর / জেলায় জেলায় / আসানসোল বাজারে ব্যবসায়ীদের হয়রানি, থানায় আরপিএফের বিরুদ্ধে অভিযোগ আইএনটিটিইউসি নেতার

আসানসোল বাজারে ব্যবসায়ীদের হয়রানি, থানায় আরপিএফের বিরুদ্ধে অভিযোগ আইএনটিটিইউসি নেতার

আসানসোল : তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বুধবার তার কিছু সমর্থকদেরকে নিয়ে আসানসোল দক্ষিণ থানায় আসানসোল ডিভিশনের আরপিএফের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পরে তিনি বলেন, এখন সামনেই উৎসবের একটা মরশুম আসছে। সামনেই দুর্গাপূজো। এর পরে একের পর এক বিভিন্ন উৎসব আসবে। এমন পরিস্থিতিতে, যদি আরপিএফের জওয়ানরা বাজারে দোকানদারদের হয়রানি করে, তাহলে তাদের জীবিকা নির্বাহের উপর প্রভাব পড়বে। বাজারে আসা মানুষদেরও সমস্যায় পড়তে হবে।
রাজু আলুওয়ালিয়া বলেন, যদি কিছু হয়ে থাকে, তাহলে এত দিন রেল কর্তৃপক্ষ চুপ করে ছিল কেন? এখন দুর্গাপূজোর আগে, দোকানদারদের এভাবে হয়রানি করা হচ্ছে। যা কোনভাবেই সহ্য করা হবে না। তিনি সরাসরি বলেন, আরপিএফ ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ করছে। তারা আসানসোলে অশান্তি ছড়াতে চায়। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সরকার চলছে। যে সরকার গরীব মানুষদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। তাই, আমি এদিন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জকে বলেছি যে বাজারে কোনও দোকানদার যাতে হয়রানি না হয় তা নিশ্চিত করতে হবে ।

উল্লেখ্য, আসানসোল শহরের জিটি রোডের বাজারের উল্টোদিকে ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুলের সামনে রেলের জমিতে ফুটপাতে বেশ কিছু দোকান রয়েছে। অবৈধ বা বেআইনি ভাবে বসা সেইসব ব্যবসায়ীদের উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এর আগে বেশ কয়েকবার রেল আধিকারিকরা আরপিএফের জওয়ানদেরকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে আসেন। কিন্তু প্রতিবারই তাদেরকে ফিরে যেতে হয়। সম্প্রতি একই ঘটনা ঘটে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *