Home / খবর / জেলায় জেলায় / আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন সিইও আইএএস একম জে সিং

আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন সিইও আইএএস একম জে সিং

আসানসোল : সম্প্রতি রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক স্তরে রদবদল করা হয়েছে। তাতে তরুণ আইএএস একম জে সিংকে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি বা উন্নয়ন পর্ষদের ( আড্ডা) নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিযুক্ত করা হয়েছে।

২০২০ ব্যাচের এই আইএএস অফিসার মূলত তামিলনাড়ু ক্যাডারের হলেও বর্তমানে তিনি পশ্চিমবঙ্গে কর্মরত। এর আগে মুর্শিদাবাদের জঙ্গিপুরে এসডিও বা মহকুমাশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এবার তাঁকে অ্যাড্ডার সিইওর দায়িত্ব দেওয়া হল।

আইআইটি কানপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক একম জে সিংয়ের হাতে এখন থাকবে আসানসোল ও দুর্গাপুরের সামগ্রিক উন্নয়ন, জমি ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিকাঠামো সম্প্রসারণের দায়িত্ব।
আড্ডার চেয়ারম্যান কবি দত্ত নতুন সিইওকে স্বাগত জানিয়ে বলেন, তার তরুণ উদ্যম ও দৃঢ় সংকল্প আসানসোল-দুর্গাপুরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

নতুন পদ গ্রহণের পর একম জে সিং বলেন, আড্ডার মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যার সমাধান করে এই অঞ্চলকে একটি আদর্শ শিল্পকেন্দ্রে পরিণত করাই আমার লক্ষ্য।

এর আগে আড্ডার সিইও ছিলেন অদিতি চৌধুরী। এবার তিনি পূর্ণ সময়ের জন্য আসানসোল পুরনিগমের পুরকমিশনারের দায়িত্ব সামলাবেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *