Home / খবর / জেলায় জেলায় / পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১০

পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১০

screenshot 20250815 110723~2

শুক্রবার ভোরে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের, আহত আরও বহু মানুষ। দুর্গাপুরগামী যাত্রীবোঝাই বাসটি নলা ফেরিঘাটের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরিকে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়।

বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন, সবাই বিহারের মতিয়ার থানা এলাকার বাসিন্দা। গঙ্গাসাগর স্নান শেষে তারকেশ্বর হয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকেরা ১০ জনকে মৃত ঘোষণা করেন, বাকিদের চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনার কারণ নিয়ে দুই রকম মত পাওয়া যাচ্ছে। স্থানীয় বাসিন্দা শেখ নিজামের অভিযোগ, নির্দিষ্ট পার্কিংয়ের বদলে লরি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন বলে দাবি করেন স্থানীয় অশোক হাজরা। পুলিশ বাসের গতি, যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *