উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বৃহস্পতিবার সারাদিন ধরে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি। আর এরই মাঝে বৃহস্পতিবার রাতে জয়নগর থানার অধীন জয়নগর মজিলপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তিনশো বছরের প্রাচীন মিত্র জমিদার বাড়ির একাংশ ভেঙে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এই বাড়ির বর্তমান বংশধররা হলেন শ্যামল মিত্র ও গোপাল মিত্র।
রাতে ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন স্থানীয় কাউন্সিলার তথা পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার সহ পুরকর্মীরা এবং জয়নগর থানার আইসি পার্থসারথি পাল সহ বিশাল পুলিশ বাহিনী, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, বিদ্যুৎ দফতরের কর্মীরা ও জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রের কর্মীরা।তাদের প্রচেষ্টায় ভেঙে পড়া বাড়ির অংশকে বিপদ মুক্ত করার পাশাপাশি বিদ্যুতের পোস্ট মেরামত করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, বিপজ্জনক এই বাড়িটিকে ভেঙে ফেলার জন্য তিনবার পুরসভার পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছিল কিন্তু বাড়ির মালিকদের সদিচ্ছা না থাকায় সেই কাজ সম্পন্ন হয়নি।এ ব্যাপারে আমরা জয়নগর এক নম্বর বিডিও, বারুইপুর মহকুমা শাসককে বিস্তারিত জানিয়েছি। এবং প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিপজ্জনক বাড়িটিকে খুব শীঘ্রই ভেঙে দেওয়া হবে।