আসানসোল পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের আকুড়িয়া পাড়ায় একটি জমিতে নির্মীয়মান বাড়ির ভেতরে ইটের দেওয়ালে গলায় দড়ি দেওয়া এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম শম্ভু মাঝি। বয়স আনুমানিক ৪৫। তার বাড়ি বিহারের ভাগলপুরে বলে জানা গেছে।
এদিন সকালে আসানসোল পুরনিগমের ৩১ নং ওয়ার্ডের লোকজনেরা এলাকায় ফাঁকা জমিতে নির্মীয়মান বাড়িতে এক যুবকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত মৃতদেহটি দেখতে পান। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারা আসানসোল উত্তর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনার খবর পেয়ে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশা প্রসাদও ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে আমি জানতে পারি, আমার ওয়ার্ডের ওল্ড কোচিং সেন্টারের সামনের জমিতে একটি নির্মীয়মান বাড়ির ভেতরে এক যুবকের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। ওই যুবকের নাম ও বাড়ির ঠিকানা পুলিশ পেয়েছে। তার পরিবারের সদস্যদের গোটা বিষয়টি জানানো হয়েছে।
পুলিশ জানায়, মৃত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসছেন। প্রাথমিক তদন্তের পরে মনে হচ্ছে ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে, তার তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।