উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ডায়মন্ডহারবার: দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলেশ্বর এলাকা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের নাম সারুপ লস্কর ও সাবিনা বিবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় সারুপ ও সাবিনার। দু’জনেই পূর্বে বিবাহিত ছিলেন। প্রায় এক মাস আগে তাঁদের বিয়ে হয়। সোমবার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁরা দেখতে পান, স্বামী-স্ত্রী দু’জনেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন।
ঘটনার খবর পেয়ে ডায়মন্ডহারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদ বা অভিমান থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে শোনা যাচ্ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ।










