দুর্গাপুর : রয়েছে বড় একটা গেট। প্রায় দুশোর বেশি গাড়িও রয়েছে এই গ্যারেজে। রয়েছে গানম্যান আর নিরাপত্তারক্ষী। নেই শুধু পাঁচিল।
এই সুযোগটাকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা তান্ডব চালায় দুর্গাপুর নগর নিগমের গাড়ির গ্যারেজে। চারটি বর্জ্যবাহী গাড়ির ব্যাটারি সহ লোহার যন্ত্রাংশ, আর প্রায় লক্ষাধিক টাকার জিনিস নিয়ে পালায় দুষ্কৃতীরা।
দুঃসাহসিক এই দুষ্কৃতী তাণ্ডবের প্রশ্ন উঠেছে গান ম্যান নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল। তাহলে কি গোড়াতেই গলদ? এটা যে শুধু আজকের ঘটনা তা নয়, অভিযোগ, এর আগেও বেশ কয়েকবার দুর্গাপুর নগর নিগমের এই গ্যারেজে চুরির ঘটনা ঘটেছে। তখমও নিরাপত্তা কর্মী বাড়ানোর জন্য বলা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
এমন চুরির ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। কেন এত অবহেলা? কেন নেই নজরদারি? এই প্রশ্নে আন্দোলনের হুশিয়ারি বিজেপি নেতৃত্বের। ব্যবস্থার আশ্বাসন দিয়েছে নব নিগমের সহকারি চেয়ারপার্সন।










