Home / খবর / জেলায় জেলায় / উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, দুর্গতদের পাশে দাঁড়াতে আসানসোলে ত্রাণ সংগ্রহ বিজেপির

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, দুর্গতদের পাশে দাঁড়াতে আসানসোলে ত্রাণ সংগ্রহ বিজেপির

আসানসোল : প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির কারণে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। অনেক মানুষ সেখানে মারা গেছেন। প্রচুর ঘরবাড়ি জলে ভেসে গেছে। নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পশ্চিম বর্ধমান জেলার নাগরিকদের সহযোগিতা চাইল।

পদ্ম শিবির আসানসোলে ত্রাণ সংগ্রহে নামল।
বুধবার বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে আসানসোল বাজার এলাকার মানুষদের সাহায্যের জন্য প্রচার চালানো হয়। তাদের সঙ্গে বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গে বন্যা মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে। অনেকের মৃত্যু হয়েছে এবং জীবন বিপর্যস্ত হয়েছে। তাই, সেখানকার মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টি এই ত্রাণ সংগ্রহ অভিযান করছে। তিনদিন এই ত্রাণ সংগ্রহ করা হবে। এই জেলার মানুষের সাহায্য চাওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আসানসোলের মানুষ উত্তরবঙ্গের মানুষকে আন্তরিকভাবে সাহায্য করছেন। যার যতটা সামর্থ্য, তারা ততটা দিচ্ছেন বৃহস্পতিবারও এই অভিযান অব্যাহত থাকবে। সংগ্রহ করা ত্রাণসামগ্রী শুক্রবার ট্রাকে করে উত্তরবঙ্গে পাঠানো হবে।

জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, উত্তরবঙ্গের মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে। তিনি আসানসোলের জনগণকে ধন্যবাদ জানান যারা উত্তরবঙ্গের মানুষকে ত্রাণ দিতে সবরকম ভাবে সহযোগিতা করছেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *