Home / খবর / জেলায় জেলায় / কলকাতা-পটনা-কলকাতা এক্সপ্রেসের আরা পর্যন্ত সম্প্রসারণ

কলকাতা-পটনা-কলকাতা এক্সপ্রেসের আরা পর্যন্ত সম্প্রসারণ

আসানসোল : কলকাতা, পটনা এবং দানাপুরের মানুষের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা-পটনা-কলকাতা এক্সপ্রেস ট্রেনের পরিষেবা আরা পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিল রেল।

১২৩৫৯ কলকাতা-পটনা-আরা এক্সপ্রেস (সাপ্তাহিক তিনবার) প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার কলকাতা থেকে রাত ৮:০৫ মিনিটে ছেড়ে যাবে এবং পরের দিন সকাল ৭:৪৫ মিনিটে আরা পৌঁছাবে। ট্রেনটি যথাক্রমে ০৬:০৫ এবং ০৬:৩০ মিনিটে পটনা এবং দানাপুরে পৌঁছাবে এবং পটনা এবং দানাপুর থেকে যথাক্রমে ০৬:১৫ এবং ০৬:৩২ মিনিটে ছাড়বে।

১২৩৬০ আরা-পটনা-কলকাতা এক্সপ্রেস (সাপ্তাহিক তিনবার) প্রতি বুধবার, শুক্র এবং রবিবার আরা থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিটে ছেড়ে যাবে এবং পরের দিন সকাল ৫:৩০ মিনিটে কলকাতা পৌঁছাবে। ট্রেনটি যথাক্রমে ১৯:১৮ এবং ১৯:৫৫ মিনিটে দানাপুর এবং পাটনা পৌঁছাবে এবং ১৯:২০ এবং ২০:০৫ মিনিটে দানাপুর এবং পাটনা থেকে ছেড়ে যাবে।

এই এক্সপ্রেসের সম্প্রসারণ কলকাতা থেকে দানাপুর এবং আরা পর্যন্ত যাত্রীদের যাতায়াতকেও সহজতর করবে। যা পর্যটকদের পাশাপাশি তীর্থযাত্রী, কারিগর, ব্যবসায়ী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের জন্যও উপকারী হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *