আসানসোল : সর্দার বল্লভভাই পটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার একতা যাত্রার আয়োজন করেছে। বুধবার সকালে আসানসোল শহরে এই যাত্রার আয়োজন করা হয়। এদিন এই বর্ণাঢ্য একতা যাত্রা জিটি রোডের গীর্জা মোড় থেকে শুরু হয়ে উষাগ্রামের বিবি কলেজ মোড পর্যন্ত যায়।
এই যাত্রার নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার একতা যাত্রার আয়োজন করেছে। এদিন আসানসোলে একতা যাত্রার আয়োজন করা হয়। তিনি আরো বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের সর্বোচ্চ মূর্তি ভারত সরকার ইতিমধ্যেই স্থাপন করেছে। তাঁর সম্মানেই এই একতা যাত্রার আয়োজন ।
এদিনের এই একতা যাত্রায় অংশ নেন একাধিক বিজেপি নেতা, কর্মী ও সাধারণ মানুষ। তারা বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে হওয়া এই যাত্রায় অংশগ্রহণ করা গর্বের বিষয়।










