‘উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাজ্যের সমস্ত বুথের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। এই কর্মসূচিতে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর-১ ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি পালন করা হয় উত্তরপাড়া নিজ এলাকার সদভাব কমিউনিটি হলে।
এদিনের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নিমাই বিশ্বাস,জেলাপরিষদ সদস্যা বন্দনা লস্কর, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ভূমির কর্মাধ্যক্ষ শুকুর আলী মোল্লা, শ্রীপুর অঞ্চলের কনভেনার বাবু গাজী,শ্রীপুর পঞ্চায়েতের প্রধান বেগম মেহেরুনাসা মোল্লা, শফিক মোল্লা সহ আরো অনেকে।
এদিন শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ৬৬, ৭৪ ও ৭৫ নম্বর বুথের মানুষের সমস্যা লিপিবদ্ধ করা হয় এই শিবিরের মধ্যে দিয়ে।