Home / খবর / জেলায় জেলায় / জয়নগরে জাইলো গাড়িতে গরু চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার এক ব্যক্তি

জয়নগরে জাইলো গাড়িতে গরু চুরি, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার এক ব্যক্তি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বসিরহাট, মিনাখাঁ, ক্যানিংয়ের পর এবার গরু চুরির ঘটনায় উত্তপ্ত জয়নগর। হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের রায়নগর শরৎপল্লীতে মঙ্গলবার গভীর রাতে এক চাঞ্চল্যকর গরু চুরির ঘটনা ঘটে। অভিযোগ, জাইলো গাড়ি করে বাড়ির ভিতর থেকে গরু চুরি করে পালায় দুষ্কৃতীরা। ২৪ ঘণ্টার মধ্যেই সেই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ।

বুধবার সকালে বাড়ির মালিক মিঠুন সরকার ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘর ফাঁকা। চারপাশে খোঁজাখুঁজি করেও গরুর সন্ধান না মেলায় দুশ্চিন্তায় পড়েন তিনি। পরে প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে একটি জাইলো গাড়ি করে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে ঢুকে গরুটি গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে পুলিশের বিশেষ টিম তদন্তে নামে। সেই সূত্র ধরেই বুধবার রাতেই মগরাহাট থানার যুগদিয়া এলাকা থেকে জাইলো গাড়ি-সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুদীন বন্দ্যোপাধ্যায় (২৫), বাড়ি মগরাহাটের যুগদিয়ায়। বৃহস্পতিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

তবে চুরি যাওয়া গরুটি এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গরু চুরির পিছনে থাকা অন্যদের খোঁজ চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চুরির ঘটনায় ব্যবহৃত গাড়িটি হাওড়া জেলার রেজিস্ট্রেশনের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “গাড়ি করে যদি বাড়ির ভিতর থেকে গরু তুলে নিয়ে যাওয়া যায়, তাহলে এই এলাকায় আর কিছুই অসম্ভব নয়। আমাদের নিরাপত্তা কোথায়?”

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হরিনারায়নপুর ও জয়নগর থানা এলাকায় পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *