আসানসোল : এই বছর দুর্গাপূজো আয়োজনের জন্য রাজ্য সরকার রাজ্যের সমস্ত রেজিস্ট্রার্ড পূজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দিচ্ছে।
শুক্রবার থেকে পশ্চিম বর্ধমান জেলা অর্থাৎ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় পুজো কমিটিগুলোকে এই চেক বিলির কাজ শুরু হলো।
এদিন আসানসোলের রবীন্দ্র ভবনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার নয়টি পূজো কমিটির সদস্যদের চেক বিতরণ করা হয়। একইসাথে এদিন আসানসোল মহকুমার বিভিন্ন পুজো কমিটিগুলিকে নিয়ে পুলিশ ও প্রশাসনের তরফে একটি কো-অর্ডিনেশন বা সমন্বয় বৈঠক করা হয়।
এই বৈঠকে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা ডিএম এস পোন্নাবলম ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার বা সিপি সুনীল কুমার চৌধুরী, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের এ বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, এদিন আসানসোল মহকুমার বিভিন্ন পূজা কমিটির সদস্যদের নিয়ে একটি সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে বিভিন্ন পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরাও এখানে উপস্থিত ছিলেন। পুজো কমিটির সদস্যদের পূজো আয়োজনের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে কী করতে হবে, তা বলে দেওয়া হয়েছে। এদিন নয়টি পূজো কমিটির সদস্যদের রাজ্য সরকারের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে, বাকি পুজো কমিটির সদস্যদেরও এই চেক দেওয়া হবে।