দিনহাটা: পশ্চিমবর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় সম্প্রতি উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় এক ধর্মীয় সভায় প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হন। অনুষ্ঠান শেষে তিনি একটি প্রতিনিধি দল নিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ফজলে হকের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যান।
বর্তমানে ৯৫ বছর বয়সী ড. হক, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের কেবিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তরুণ রায়ের আগমন উপলক্ষে তাঁকে সাদর অভ্যর্থনা জানান হক সাহেবের পুত্র আজিজুল হক।
প্রাক্তন মন্ত্রীর হাতে শাল ও ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে সংবর্ধিত করেন তরুণবাবু। তাঁর আশীর্বাদ গ্রহণ করে, শরীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং কংগ্রেসের ভবিষ্যৎ শক্তি ও সুদৃঢ়তা কামনা করেন।