উত্তরবঙ্গে দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটায় মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক ও একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রীও তুলে দেন মুখ্যমন্ত্রী।
বিপর্যয়ের পরদিনই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছিলেন। প্রতিশ্রুতি মতো রবিবার ফের উত্তরবঙ্গ সফরে গিয়ে হাসিমারা ও নাগরাকাটায় পরিদর্শন করেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্যোগে যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের নতুন করে বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার।
দুর্যোগে বহু মানুষের নথিপত্র নষ্ট হয়ে যাওয়ায় সে বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, যাদের নথি নষ্ট হয়েছে, রাজ্য সরকার সেই সমস্ত নথির ডুপ্লিকেট তৈরি করে দেবে। এর জন্য বিশেষ ক্যাম্প চালু করা হয়েছে বলেও জানান তিনি।
একইসঙ্গে ভুটানের দিক থেকে নেমে আসা জলের জন্য ফের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি অনেকবার বলেছি ইন্দো-ভুটান রিভার কমিশন হোক। ভুটানের জলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষতিপূরণ দেওয়া উচিত ওদের।”