Home / খবর / জেলায় জেলায় / দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড করানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড করানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি: ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ডকে বৈধ নথি হিসাবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সেই রায়কে স্বাগত জানিয়েই এবার প্রশাসনকে সরাসরি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির একটি সরকারি কর্মসূচি থেকে তিনি জানান, ‘‘আমি ডিএম-কে বলব, যাঁদের আধার কার্ড নেই, দুয়ারে সরকারের মাধ্যমে তাঁদের আধার কার্ডটা করিয়ে দিন।’’

যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্য জলপাইগুড়ির জেলা প্রশাসকের উদ্দেশে করা হয়েছিল, রাজনৈতিক মহলের মতে এটি আসলে সব জেলার জন্যই তাঁর বার্তা। কারণ, নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এখন তৃণমূল সরকারের অন্যতম অগ্রাধিকার।

ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রী আগেও দিয়েছেন। এ দিনও তিনি বলেন, ‘‘ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা দেখতে হবে। শুধু এখন দেখলে হবে না। আগামী ৬-৭ মাস দেখতে হবে। ভোটার তালিকায় নাম না-থাকলে ওরা বলবে এনআরসি করিয়ে দাও।’’

উল্লেখ্য, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) করছে নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় তৃণমূল দলগত ভাবে পক্ষ হয়েছিল। ব্যক্তিগতভাবে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে ভোটার তালিকায় আধার কার্ড গ্রহণের দাবি তোলে। অবশেষে সুপ্রিম কোর্ট সেই আর্জি মেনে ভোটার তালিকার নথি হিসেবে আধারকে বৈধতা দেয়।

সোমবারের রায় প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠায়। আর বুধবারই জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন— পশ্চিমবঙ্গেও যাঁদের আধার নেই, তাঁদের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: আদালতের নির্দেশেই পরীক্ষা চলছে, বাকিটা আইনজ্ঞরা দেখছেন, নিয়োগ নিয়ে বার্তা মমতার

মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই দুর্নীতির পোস্টারে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে

Tagged:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *