আসানসোল : বাংলা তথা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর শেষ বা চূড়ান্ত প্রস্তুতি চলছে। সাধারণ মানুষদের মধ্যে এই পুজো নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। রবিবার মহালয়ার মধ্যে দিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ার সাথে সাথেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে পুজো মণ্ডপগুলির উদ্বোধন শুরু হয়েছে।
এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়াল আসানসোল এবং দুর্গাপুর মিলিয়ে জেলার মোট ১৪টি পুজো মণ্ডপের উদ্বোধন করেন।
বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের পিঠাকেয়ারিতে এক পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কাররা, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের আপাকার গার্ডেন দুর্গাপুজো কমিটি, সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটি সালানপুর, ডোবরানা সুভাষপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি, সাহেবগঞ্জ দুর্গাপুজো কমিটি, কল্যাণপুর আদি পুজো, কল্যাণপুর সেক্টর দুর্গাপুজো কমিটি, আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, ভানোড়া কোলিয়ারি সার্বজনীন পূজে সহ আরো কয়েকটি পুজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এর পাশাপাশি, দুর্গাপুরেরও কয়েকটি মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।










