জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ি এলাকার নিংঘা বাজারে অস্থায়ী দোকান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয় মহিলা অনিতা মিশ্র অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল নেতার তোলাবাজির বিরুদ্ধে ।
অন্যদিকে বিজেপি জামুরিয়ার মুখপাত্র প্রমোদ পাঠক বলেন, তৃণমূল রাজ্যের সব জায়গাতেই তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। কয়লা,বালির থেকে তোলাবাজি পয়সা নিয়েছে। আর এখন ঠেলাওলার কাছে তোলার টাকা নিচ্ছে।
অন্যদিকে, তোলাবাজি অভিযোগ করতে ছাড়েননি এলাকার কংগ্রেস নেতা ফিরোজ খান।।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি সাধন রায় জানান,কেউ কেউ তৃণমূল প্রতি অভিযোগ করছে, কিন্তু তৃণমূল সরকার সাধারণ মানুষের উন্নয়নের কাজ করছে সেটা কেউ দেখছে না। তিনি তোলাবাজির অভিযোগ অস্বীকার করেন।