উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বাংলা সাহিত্যের মরমী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবার্ষিকী পালন করা হলো বুধবার জয়নগরে। জয়নগর মজিলপুর শরৎ স্মারক সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পৌরসভা প্রাঙ্গণে শরৎচন্দ্রের মূর্তিতে মাল্যদান করার মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, প্রাক্তন বিধায়ক তরুণ কান্তি নস্কর, শরৎ স্মারক সমিতির পক্ষে রমাপ্রসাদ চক্রবর্তী, লালমোহন ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনেরা।
এদিন পৌরসভা প্রাঙ্গণে শরৎচন্দ্রকে নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়, যেখানে এলাকার বহু মানুষ অংশ নেন।
শরৎ স্মারক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার জয়নগরের রূপ অরূপ মঞ্চে শরৎচন্দ্রকে কেন্দ্র করে আন্তঃবিদ্যালয় কুইজ, নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।