উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : দক্ষিণ বারাসতের একটি ভাড়া বাড়ি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের মাসটিকারি গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে রবিবার সকালে এক মহিলার দেহ উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নুরজাহান বিবির ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। গত পাঁচ মাস ধরে বিনা পরিচয় পত্রে নুরজাহান বিবির ঘরে ভাড়া থাকতো এক দম্পতি। দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে ঝামেলা চলতো। তবে কী কারণে এই মৃত্যু হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।
এ দিন সকালে ওই ঘর মালিক যখন ওই মহিলাকে ডাকতে যায় দেখে ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে।তারপর চিৎকার করতে ছুটে আসে স্থানীয়রা। এরপর জয়নগর থানায় খবর দিলে জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার স্থলে যায়।
এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।যদিও ঘটনার পর থেকে ওই মহিলা স্বামী পলাতক।মৃতের নাম আঞ্জুবালা গায়েন।বাড়ি মন্দিরবাজার থানার দাদপুর এলাকায়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, জয়নগর থানার পুলিশ। মৃতের পলাতক স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।