উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : আজ দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থাকলেও বারুইপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে মানুষের সমস্যার কথা শুনলেন এবং ফর্ম ফিলাপ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে এলাকার মানুষের সমস্যার কথা শুনতে বৃহস্পতিবার বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত হন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে।তবুও একটা দিন মানুষের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেক এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনা এবং তার প্রশাসনিকভাবে সমাধান করা।সেইমতো সারা রাজ্য জুড়ে চলছে এই শিবির।
এ দিন বারুইপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের এই শিবিরে বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজে টেবিলে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন, নিজে হাতে স্থানীয়দের প্রয়োজনীয় ফর্ম বিতরণ করেন এবং এলাকা বাসীদের সমস্যা প্রশাসনিকভাবে সমাধানের আশ্বাস দেন।আর বিধায়কের এই কাজে খুশি এলাকাবাসী থেকে সাধারণ মানুষ।