Home / খবর / জেলায় জেলায় / সস্ত্রীক বিডিও গেলেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের মাঝে, অন্য ভাবে পালন করলেন জীবনের বিশেষ দিনটিকে

সস্ত্রীক বিডিও গেলেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের মাঝে, অন্য ভাবে পালন করলেন জীবনের বিশেষ দিনটিকে

সালানপুর: ব্লক প্রশাসনের শীর্ষ আধিকারিক হিসেবে সারা বছরই তাঁর সরকারি কাজে ব্যস্ততার শেষ নেই। তার উপর এখন চলছে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ।

যুদ্ধকালীন এই তৎপরতার মাঝেও নিজের বিশেষ দিনটিকে নিজের মতো করে পালন করতে ভুললেন না সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস। তিনি প্রথম বিবাহ বার্ষিকীতে সস্ত্রীক বিডিও সাহেব পৌঁছে গিয়েছিলেন বৃদ্ধাশ্রমে।

হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতি পরিচালিত এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে অনেকটা সময় কাটালেন তারা। এরপর তাদের প্রত্যেকের হাতে উষ্ণ কম্বল ও মিষ্টান্ন তুলে দিলেন। একেবারেই প্রচার বিমুখ বিডিও শ্রী বিশ্বাস তার জীবনে চলার পথে রামকৃষ্ণ মিশনে পড়ার অনুভবকে কাজে লাগিয়ে চলেছেন। নিজেদের জীবনের বিশেষ দিনগুলিতে বিশেষ আনন্দ তিনি বরাবরই ভাগ করে নেন সমাজের অন্যান্য স্তরের মানুষজনের সঙ্গে। এদিনও প্রশাসনিক কাজের চরম ব্যস্ততার মধ্যেই নিজের মতো করে সময় বের করে বৃদ্ধাশ্রমের আবাসিকদের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। পেশাগতভাবে তার সহধর্মিণীও সরকারি আধিকারিক। তাই দুজনেরই ব্যস্ততা চূড়ান্ত।

তবু, সেই চাপ সামলে তারা দুজনেই সমাজের জন্য কিছু করার মানসিকতা বজায় রাখতে পেরেছেন। মানব সেবাই শ্রেষ্ঠ সেবা – এই বাণীকে অবলম্বন করে তারা সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে এদিন উল্লেখ করেন বৃদ্ধাশ্রমের পরিচালক সুভাষ মহাজন। তিনি বিডিও শ্রী বিশ্বাস এবং তার সহধর্মিণীকে ধন্যবাদ জানান।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *