Home / খবর / জেলায় জেলায় / বারুইপুর থানার পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৪ দাগি দুষ্কৃতী

বারুইপুর থানার পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৪ দাগি দুষ্কৃতী

screenshot 20250820 162043~2

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : আবার বারুইপুর থানার পুলিশের সাফল্য। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চারজন দাগি দুষ্কৃতীকে গ্রেফতার করল বারইপুর থানার পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে বারুইপুর থানায় যে বারুইপুর থানার অন্তর্গত টংতলার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দাগি দুষ্কৃতী সন্দেহজনকভাবে জড়ো হয়েছে।আর তার পরে বারুইপুর থানার পুলিশের একটি বিশেষ দল এস আই তুহিন মন্ডলের নেতৃত্বে পরিতক্ত বাড়িটি ঘিরে ফেলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।আর তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখে তাদেরকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ একাধিক সরঞ্জাম।তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি ছোট আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, শাটার ভাঙ্গার উপযুক্ত ১৭ ইঞ্চি লোহার বিশেষ যন্ত্র, একটি ভোঁজালি ও একটি বড় ছোরা।

পুলিশ সূত্রে খবর ২৮ বছর বয়সী জলম লস্কর , ২৬ বছর বয়সী জুলফিকার মন্ডল , কুড়ি বছর বয়সী সুলতান চৌধুরী ও ২২ বছর বয়সী সনৎ বৈরাগী ডাকাতির উদ্দেশ্যে টংতলার ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতিগুলি ডাকাতির কাজেই ব্যবহার করবে বলেই মনে করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।ধৃতদের বুধবার বারুইপুর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *