Home / খবর / জেলায় জেলায় / পুলিশ দিবসে সচেতনতা মূলক পদযাত্রা ও কুইজ প্রতিযোগিতা হয়ে গেল জয়নগরে

পুলিশ দিবসে সচেতনতা মূলক পদযাত্রা ও কুইজ প্রতিযোগিতা হয়ে গেল জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সোমবার পুলিশ দিবসে জয়নগর থানার পুলিশের উদ্যোগে সচেতনতা মূলক পদযাত্রা হয়ে গেল। যাতে জয়নগর থানার একাধিক পুলিশ আধিকারিক,সিভিক ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

‘পুলিশ আমাদের বন্ধু,যে কোনো অপরাধ মূলক ঘটনা ঘটলে তৎক্ষনাৎ থানায় যোগাযোগ করার’ পরামর্শ দেওয়া হয় এদিনের এই পদযাত্রার মধ্যে দিয়ে। অপরদিকে এদিন জয়নগর সাব ট্রাফিকের উদ্যোগে জয়নগর আমন্ত্রন কমপ্লেক্সে কুইজ প্রতিযোগিতা হয়ে গেল ট্রাফিক সচেতনা বিষয়কে সামনে রেখে।

এদিনের এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেন জয়নগর ইন্সটিউশন ও জয়নগর ইন্সটিডিশন ফর গালর্সের ছাত্র ছাএীরা। দুটি স্কুলের মোট কুড়ি জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেন।

কুইজ মাস্টার ছিলেন সৌরভ কুমার পাইক।এদিন এই প্রতিযোগিতায় জয়নগর ইন্সিটিডিশন ফর গালর্সের ছাত্রীরা বিজয়ী ও রানার্স আপ হয়।এদিন এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জয়নগর সাব ট্রাফিকের এস আই রবীন্দ্রনাথ সরদার,এ এস আই সুভাষ পাল সহ একাধিক সাব ট্রাফিক কর্মী ও সিভিক ভলান্টিয়াররা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *