বুবাই শীল, জলপাইগুড়ি: কুকুর মেরে কাঠগড়ায়। অভিযোগ দায়ের হতেই ফেরার অভিযুক্ত। জলপাইগুড়ির মোহিতনগর এলাকার ঘটনা। অভিযুক্ত দুলাল দাসের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারাও।
দিন কয়েক আগে চা শ্রমিক দুলাল দাসের একটি ছাগল এলাকারই কুকুরে কামড়ে মেরে ফেলে। বদলা নিতে দুলাল দাস মৃত ছাগলের শরীরের কীটনাশক মিশিয়ে দেয়।তা খেয়ে এলাকার এক কুকুর ভুটু-সহ এই পর্যন্ত তেরোটি কুকুর মারা গেছে। আরও বেশ কয়েকটি কুকুর অসুস্থ বলে দাবি।
গ্রামবাসীদের আক্ষেপ মৃত কুকুরের তালিকায় থাকা এই ভুটুই একদিন গ্রামে চিতাবাঘের হামলার মুখ থেকে রক্ষা করে ছিল তাদের। পাশাপাশি এলাকায় ঘুরে বেড়ায় বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে আসা প্রচুর সংখ্যায় ময়ূর। সেই ময়ূরেরও ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ কর্মীরা।
খবর পেয়ে পশু প্রেমীরা গিয়ে অসুস্থ কুকুর দের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি মৃত কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য কোতোয়ালি থানায় নিয়ে আসেন। অভিযুক্ত র শাস্তির দাবি জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তাঁরা। এদিকে অভিযোগ দায়ের হতেই ফেরার অভিযুক্ত। তাঁর খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে।