Home / খবর / জেলায় জেলায় / আসানসোল মেরিনার্স-এর ‘শারদপ্রাপ্তি’, ১০০ শিশুকে পুজোয় নতুন জামা

আসানসোল মেরিনার্স-এর ‘শারদপ্রাপ্তি’, ১০০ শিশুকে পুজোয় নতুন জামা

আসানসোল: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে আসানসোল মেরিনার্স পরিবারের প্রকল্প ‘শারদপ্রাপ্তি’। ‘পুজোর আনন্দে নতুন জামা। পরবে তোমরা পাশে আছি আমরা।’ এই স্লোগানকে সামনে রেখে আসানসোল মেরিনার্স পরিবার দেবীপক্ষের সূচনায় রবিবার মহালয়ার দিন আসানসোলের রানিগঞ্জের তিরাটের আটপাড়া আদিবাসী গ্রামে শারদ উৎসবের আনন্দ দিতে ‘শারদপ্রাপ্তি’র উপহার নিয়ে হয়। এদিন ওই গ্রামের ১০০ জন শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই খুশি ওই শিশু ও তাদের অভিভাবকেরা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *