দুর্গাপুর: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নেতৃত্বে ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা সহ পদস্থ পুলিশ আধিকারিকরা দুর্গাপুরের নামীদামি প্যান্ডেল গুলো ঘুরে দেখলেন। মূলত ক্রাউড ম্যানেজমেন্ট গাইডলাইন দিতেই আজকের এই মন্ডপ পরিদর্শন বলে জানান অভিষেক গুপ্তা।
শহরের অন্যতম নামী মণ্ডপগুলো ইতিমধ্যেই কাঠামো তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। বিগ বাজেটের পুজো গুলো প্রায় কুড়ি দিন আগে থেকে মণ্ডপ নির্মাণ শুরু হয়েছে, কোথাও কোথাও দুর্গ- উৎসবে চলবে বৃহৎ মেলা।
যাতায়াতের রাস্তা, ফায়ার সিস্টেম নিরাপত্তা এইসব বিষয় দেখতেই আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের একটি দল শহরের বৃহৎ পুজো কমিটি গুলোর মন্ডপ ঘুরে দেখেন। ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা দুর্গাপুরের ডুমুরতলা পুজো মণ্ডপ পরিদর্শনে এসে বলেন, প্যান্ডেলের এক্সিট গেট বড় করে বানাতে হবে। তার কারণ পুজোর সময় ক্লাউড সামলাতে প্রশাসনকে হিম সিম খেতে হবে। তাই পূজা কমিটিকে জানান, এক্সিট গেট বড় করে বানাতে হবে, প্যান্ডেলের প্ল্যানিংয়ে ভুল আছে।
বড় মণ্ডপ গুলোর ভিড় সামলানোর জন্য সব রকমের গাইডলাইন পুজো কমিটিগুলোকে ইতিমধ্যেই শুরু করা হয়েছে। অন্যান্য নিরাপত্তা বিষয়ক সব ধরনের খুঁটিনাটি বিষয় ইতিমধ্যেই নজর রাখছে প্রশাসন। তাই এই আগাম পরিদর্শন।