Home / খবর / জেলায় জেলায় / আসানসোল ডিভিশনের আরপিএফের ‘যাত্রী সুরক্ষা’ অভিযান, পাকড়াও মোবাইল চোর, উদ্ধার ফোন

আসানসোল ডিভিশনের আরপিএফের ‘যাত্রী সুরক্ষা’ অভিযান, পাকড়াও মোবাইল চোর, উদ্ধার ফোন

আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনে যাত্রী সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে “যাত্রী সুরক্ষা” অভিযান চালাচ্ছে আরপিএফ।
এই অভিযানে ১৩২৮৮ নং দক্ষিণ বিহার এক্সপ্রেস ট্রেনে এক মোবাইল ফোন চোরকে গ্রেফতার করা হয়েছে। ২৩ আগস্ট রাতে মধুপুর এবং আসানসোলের মধ্যে এই অভিযান চালানো হয়েছিল।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আরপিএফ দক্ষিণ বিহার এক্সপ্রেসের স্লিপার কোচে ” যাত্রী সুরক্ষা” অভিযান চালানোর সময় সন্দেহজনক অবস্থায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। সে পালানোর চেষ্টা করে। কিন্তু আরপিএফের জওয়ানরা তাকে আটক করে। তল্লাশিতে একটি অ্যাপল আইফোন তার থেকে পাওয়া যায়। সেই ফোনের বিষয়ে সন্দেহভাজন ব্যক্তি সন্তোষজনকভাবে কিছু ব্যাখ্যা করতে পারেনি।

আরো জিজ্ঞাসাবাদের পর বিহারের লক্ষীসরাইয়ের বাসিন্দা ২৩ বছর বয়সী অভিযুক্ত, রেল যাত্রীদের মোবাইল ফোন চুরি করার কথা স্বীকার করে। উদ্ধার হওয়া ফোনটি সরকারি রেল পুলিশ বা জিআরপির কাছে হস্তান্তর করা হয়। তার ভিত্তিতে জিআরপি একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *