Home / খবর / জেলায় জেলায় / মাত্র ২ বছর বয়সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল দক্ষিণ বারাশতের আরিশ লস্কর

মাত্র ২ বছর বয়সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলল দক্ষিণ বারাশতের আরিশ লস্কর

screenshot 20250816 182015~2

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : জয়নগরের দক্ষিণ বারাশতে বিস্ময়কর শিশুর খোঁজ, মাত্র ২ বছরের শিশুর ইন্ডিয়ান বুক অফ রেকর্ড সে নাম তুলল।

দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার দক্ষিণ বারাশত সংলগ্ন হরি নারায়ণপুরের মাত্র দু’বছরের শিশু আরিশ লস্কর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজির সৃষ্টি করলো। আরিশের যখন দেড় বৎসর বয়স তখন থেকেই ১৩৫টি দেশের নাম, তাদের রাজধানী কোথায় ইংরেজি এবং বাংলাতে বলতে অভ্যস্ত হয়ে পড়ে সে। আশ্চর্যের বিষয় প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারার প্রতিভা অর্জন করে সে।

আরিশের মা রাইচা বিবি পেশায় গৃহবধূ, বাবা সাজাদ লস্কর ছোট্ট মুদিখানা দোকান চালিয়ে কোনা রকমেই সংসার চালান তিনি। একমাত্র সন্তান আরিসের জন্ম ২০২৩ সালের ২-রা জুলাই। আরিশ যখন দেড় বৎসর তখন থেকে যে কথাটি শুনত সেটি মনে রাখত, কিছুক্ষণ পরেই অনায়াসে বলতে পারতো বলে তার মা-বাবার দাবি। তখন থেকেই আরিসের মা নিজের সন্তানের লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন। শুরু হয় ছোট্ট আরিশের লেখাপড়া।

মাত্র কুড়ি মাস বয়সে ১৩৫ টি দেশের নাম এবং তাদের রাজধানী, ৫৩ টি কীটপতঙ্গ, ৪১ টি শাক সবজি, ৩৫টি প্রাণী, ২৫ ধরনের মাছ, ২০টি ক্রিয়া, শরীরের ২০টি অংশ ও কুড়িজন পেশাদারের নাম ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি না ভেবেই বলতে পারার প্রতিভা অর্জন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার সুনাম অর্জন করে ফেলে সে।ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট, পেন, মেডেল অর্জনকারী বিভিন্ন ব্যক্তিদের ছবি সহ একটি বই, যে বইয়ে আরিসের নাম জ্বলজ্বল করছে ছবিসহ। আর এই সম্মানে খুশি আরিশের পরিবারের মানুষজন থেকে শুরু করে এলাকার মানুষজন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *