কোলফিল্ড টাইমস: ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এ বার ঘটনাস্থল গারুলিয়া। মৃত যুবকের নাম সুমন মজুমদার (৩২)। স্থানীয়দের দাবি, এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। বুধবার গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সোদলা ট্যাঙ্ক রোডের নিত্যানন্দপল্লি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের দাবি, নোয়াপাড়া থানার বাসিন্দা সুমন টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বিএলও তাঁদের বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম দিয়ে যাওয়ার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। সুমনের মা দীপা মজুমদার জানান, “ছেলে খুব চিন্তায় ছিল। দরকারি কাগজপত্র হাতে না থাকায় ভয় পেয়ে যায়। সেই আতঙ্কেই আত্মহত্যা করেছে।”
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর পঙ্কজ দাস বলেন, “আর্থিক চাপের সঙ্গে এসআইআর আতঙ্কও ওকে ভেঙে দেয়।” অন্যদিকে বিজেপির ব্যারাকপুর জেলা সহ-সভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডের দাবি, “এটা নিছক পারিবারিক ও আর্থিক কারণে আত্মহত্যা। শাসকদল রাজনৈতিক স্বার্থে এসআইআরের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
এই নিয়ে রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল ১৮ জনের ক্ষেত্রে। তবে প্রশাসনের তরফে এখনো এই ঘটনাগুলোর সঙ্গে এসআইআরের প্রত্যক্ষ যোগ পাওয়া যায়নি বলে জানা গেছে।










