Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুরে আনন্দগোপাল মুখোপাধ্যায়ের তিরোধান দিবস পালন

দুর্গাপুরে আনন্দগোপাল মুখোপাধ্যায়ের তিরোধান দিবস পালন

screenshot 20250820 165349~2

দুর্গাপুর: আজ, বুধবার (২০ আগস্ট) পালিত হল দুর্গাপুরের প্রাণপুরুষ, শ্রমজীবী মানুষের প্রতিনিধি, প্রাক্তন সাংসদ ও প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি জননেতা আনন্দগোপাল মুখোপাধ্যায়ের তিরোধান দিবস।

এই উপলক্ষে আনন্দ পার্কে আয়োজন করা হয় স্মরণসভা। উপস্থিত বক্তারা প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রামী চরিত্র এবং দুর্গাপুরের প্রতি অবদান স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মেয়রের পুত্র অপূর্ব মুখোপাধ্যায়, পুত্রবধূ তথা ডিএমসি’র অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায় সহ বহু গণ্যমান্য ব্যক্তি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *