Home / খবর / জেলায় জেলায় / ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ মানুষের ভিড় নিমপীঠে, সমস্যার কথা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ মানুষের ভিড় নিমপীঠে, সমস্যার কথা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সরকারি পরিষেবা সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্যজুড়ে চলছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ২ নম্বর ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতে আয়োজিত মেগা ক্যাম্পে উপচে পড়ল মানুষের ভিড়। স্থান ছিল নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের ইন্দিরা কমিউনিটি হল।

ক্যাম্পে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমাশাসক চিত্রদীপ সেন, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও মনোজিত বসু, জয়েন্ট বিডিও কৌশিক সাহা, জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল-সহ স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধিরা। নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজও এদিনের অনুষ্ঠানে যোগ দেন।

ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের ২২১, ২৩২ ও ২৩৩ নম্বর বুথ এলাকার বাসিন্দারা এদিনের শিবিরে নিজেদের সমস্যা ও অভিযোগ জানান। মহকুমাশাসক চিত্রদীপ সেন ও বিধায়ক বিশ্বনাথ দাস সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি তৃণমূলের কাছে ‘মাস্টারস্ট্রোক’। একদিকে যেমন স্থানীয় সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে, অন্যদিকে তৃণমূল স্তরে গিয়ে জনসংযোগও দৃঢ় হচ্ছে। তাই এই উদ্যোগের প্রভাব ভোটবাক্সে পড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *