আসানসোল : সিপিএমের পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছে, বামপন্থীদের তরফে তারই প্রতিবাদ জানানো হয়েছে।
সাংবাদিকদের এ বিষয়ে নেতা সত্য চট্টোপাধ্যায় বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার গর্ব। কিন্তু টিএমসিপি সদস্যরা তাঁর ছবি আগুনে পুড়িয়ে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে, বাংলা এবং বাংলার সংস্কৃতির সাথে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বদেরকে নিয়ে তৃণমূল ব্যবসা করছে। তাঁদের মহত্ত্বের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই।
তিনি বলেন, এই বিষয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কোনও পার্থক্য নেই। বাংলার সংস্কৃতির সঙ্গে এই দুই দলের কোনও সম্পর্ক নেই।