বুবাই শীল, জলপাইগুড়ি: বানভাসি এলাকার শিশুদের মনের হালহকিকতের খোঁজ নিলেন সদর বিডিও মিহির কর্মকার। শিশুদের হাতে তুলে দিলেন বই, খাতা-সহ শিখন সামগ্রী।
গত ৫ অক্টোবর বিধ্বংসী বন্যার কবলে পড়ে শহর লাগোয়া তিস্তাপারের বড় অংশই। ঘরবাড়ি, আসবাবপত্র, জরুরি নথি-সহ অনেক কিছুই ভেসে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও শিশুমনে বন্যার প্রভাব পড়েছে। বইখাতাও নষ্ট হয়েছে অনেকের। তিস্তাপারের রায়পাড়া গ্রামে বন্যার পরের পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বিডিও। ঢুঁ মারেন এক আইসিডিএস সেন্টারেও৷ শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দিয়ে অনেকটা সময় কাটান তাদের সঙ্গে৷ ক্লাসও নেন তিনি৷
বিডিও মিহির কর্মকার বলেন, “শিশুদের স্বাভাবিক ছন্দে ফেরাতেই এই উদ্যোগ। ওদের মুখ থেকে ছড়াও শুনলাম। অনেকেরই বই, খাতা ভেসে গিয়েছে৷ সে সব আবার দেওয়া হল।”

সদর বিডিও-র এই উদ্যোগে খুশি স্থানীয়রা। স্বাগত জানান স্থানীয় জন প্রতিনিধিও।