Home / খবর / জেলায় জেলায় / ৪৫ বছর পর এসইউসির হাতছাড়া হল জয়নগরের নারায়ণীতলা কৃষি সমবায়

৪৫ বছর পর এসইউসির হাতছাড়া হল জয়নগরের নারায়ণীতলা কৃষি সমবায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন। আর তার আগে সমবায় নির্বাচনে জয়ের ধারা অব্যাহত শাসক তৃণমূল কংগ্রেসের। আবার একক সংখ্যা গরিষ্ঠ হিসাবে জয়লাভ করল তৃনমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভার জয়নগর এক নং ব্লকের নারায়ণীতলা গ্রাম পঞ্চায়েতের নারায়ণীতলা অঞ্চল শ্রীরামকৃষ্ণ সমবায় কৃষি সমিতির নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। মোট ৭২টি আসনের এই নির্বাচনে বিরোধীরা কোনো আসনে প্রার্থী না দেওয়ায় শাসক তৃনমূল কংগ্রেসের ৭২ জন প্রার্থীকেই বিজয়ী বলে ঘোষণা করেন এই নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত অফিসার দেবরাজ নস্কর।

স্বাধীনতার আগে ১৯৪৪ সালেএই সমবায় গঠিত হয়। সেই সময় কোনো নির্বাচন হতো না। তার পরে টানা ৪৫ বছর ধরে ক্ষমতায় ছিল এসইউসিআই। আর এই প্রথম বিরোধী শূন্য হল এই সমবায়। আর একক ভাবে ক্ষমতায় এল শাসক তৃণমূল কংগ্রেস।

এ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে যে কোনো ধরনের গন্ডগোল এড়াতে জয়নগর থানার আইসি পার্থ সারথি পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।এদিন বিকাল অবধি বিরোধী দলের তরফে কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে আসেনানি। তাই বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী তৃণমূল কংগ্রেসের ৭২ জন প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে নারায়ণীতলা অঞ্চলের প্রাক্তন প্রধান, বর্তমান সদস্য তৃনমূল কংগ্রেসের অশোক সাহা বলেন, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদারের কাজ দেখে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের এই সমবায়ের দায়িত্ব তুলে দেন।দীর্ঘ ৪৫ বছর ধরে এসইউসিআই এই কৃষি সমবায়কে নিজেদের দলীয় অফিস বানিয়ে রেখেছিলো।মানুষের উন্নয়নে সমবায়ের কোনো কাজ এরা করেনি। তাই আর নির্বাচনে দাঁড়াতে সাহস পায়নি।আমাদের হাতে সমবায় দায়িত্ব এবার এল।আমরা বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়কের নির্দেশ মেনে এই কৃষি সমবায়ের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করব।

২০২৬-এর বিধানসভার নির্বাচনের আগে এই জয় শাসক তৃনমূল কংগ্রেসের কাছে আরও অক্সিজেন এনে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *