Home / খবর / জেলায় জেলায় / হাওড়া–বর্ধমান লোকালের দু’টি কামরার মাঝে হঠাৎ আগুন, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

হাওড়া–বর্ধমান লোকালের দু’টি কামরার মাঝে হঠাৎ আগুন, আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি

কোলফিল্ড টাইমস: হাওড়া–বর্ধমান মেন লোকাল ট্রেনের দু’টি কামরার মাঝে হঠাৎ আগুন লেগে আতঙ্ক ছড়াল সোমবার রাতে। ঘটনাটি ঘটে রাত প্রায় ৯টার সময় হুগলি স্টেশনে। আগুন দেখা যেতেই যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন।

রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে সময়মতো ছাড়ার পর ট্রেনটি হুগলি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় ও তৃতীয় কামরার মাঝখানে আগুনের ঝলক দেখা যায়। সঙ্গে সঙ্গে গার্ড ও চালককে বিষয়টি জানান যাত্রীরা। খবর পেয়ে ব্যান্ডেল থেকে রেলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলেও পরে আবার বর্ধমানের উদ্দেশে রওনা দেয়।

পূর্ব রেলের মুখপাত্র দীপ্তিময় দত্ত জানান, দু’টি কামরার সংযোগস্থলে অনেক তার থাকে। কোনও নাট আলগা হয়ে গেলে ঘর্ষণের কারণে ফ্ল্যাশ হতে পারে। সেই কারণেই আগুনের ঝলক দেখা যায়। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি, পরিষেবা এখন স্বাভাবিক।

একজন যাত্রী বলেন, লেডিস ও জেনারেল কামরার মাঝখানে হঠাৎ আগুন দেখে সবাই ভয় পেয়ে যান। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। পরে রেলকর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *