Home / খবর / জেলায় জেলায় / অজয় নদে অবৈধ বালি চুরির অভিযোগে ৬টি ট্রাক আটক, জরিমানা ছয় লক্ষ টাকা

অজয় নদে অবৈধ বালি চুরির অভিযোগে ৬টি ট্রাক আটক, জরিমানা ছয় লক্ষ টাকা

জামুড়িয়া: অজয় নদ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দা ফাঁড়ির পুলিশ।

বুধবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে বালিভর্তি ৬টি বড় ট্রাক আটক করা হয়। জাতীয় সড়ক ৬০-এর চাকদোলা মোড়ের কাছে এই অভিযান চালানো হয়। আটক ট্রাকগুলিকে পরে কেন্দা ফাঁড়ির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় এবং নথিপত্র পরীক্ষা শুরু হয়।

স্থানীয় সূত্রের অভিযোগ, অজয় নদের ডরবাডাঙা ঘাটে রাতে বড় বড় মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরেই বালির ব্যাপক অবৈধ উত্তোলন চলছে। এই চক্রে একাধিক স্থানীয় ব্যক্তি জড়িত বলেও অভিযোগ উঠেছে। বালি মাফিয়াদের এই অবৈধ কর্মকাণ্ডে সরকারের বড়সড় রাজস্ব ক্ষতি হচ্ছে বলে দাবি।

স্থানীয়দের মতে, পুলিশ ট্রাক আটক করার পরও ডরবাডাঙা ঘাটে রাতের অন্ধকারে আবারও মেশিন বসিয়ে বালি তোলার কাজ চলছে, যা পুরো নেটওয়ার্কের সক্রিয়তা স্পষ্ট করে দিচ্ছে।

এদিকে, আটক হওয়া ট্রাকগুলোর বৈধতা যাচাই করতে গিয়ে পুলিশ দেখতে পায় যে, ট্রাকগুলির যানবাহনের নথি ঠিক থাকলেও বালির চালান নেই।

এদিকে জামুড়িয়া ভূমি দফতরের বিএলআরও অশোক কুমার গায়েন জানান, “পুলিশের পক্ষ থেকে সকালে অভিযোগ পাওয়ার পর ভূমি দফতর তদন্ত শুরু করে। বৈধ বালি পরিবহনের কোনও নথি না থাকায় মোট ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ট্রাকগুলি কলকাতা অভিমুখে যাচ্ছিল।”

পুলিশ জানিয়েছে, ট্রাকগুলিতে থাকা বালির উৎস, বৈধ ঘাট থেকে তোলার অনুমতি এবং সংশ্লিষ্ট চালান যাচাই না হওয়া পর্যন্ত ট্রাকগুলো পুলিশের হেফাজতেই থাকবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *