কাঁকসা: গত ২৮ এবং ২৯ তারিখে কাঁকসার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাকাউন্টে প্রায় ৩৩ লক্ষ টাকা লেনদেন হয়।
এই ঘটনার পরই পুলিশের কাছে সংস্থার পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। তারপরই ঘটনার তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ।
ধৃতরা হলেন মুম্বাইয়ের বাসিন্দা মহম্মদ শাহিদ নওয়াজআলী মিঠাইয়ালা এবং উত্তর প্রদেশের বাসিন্দা প্রদীপ কুমার। ধৃত দুজনকে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো চারজনের নাম জানতে পারে। তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে ওই দুই ব্যক্তি কোনো একটি সংস্থার অর্থ কাঁকসার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাকাউন্টে পাঠায়। আবার সেই অ্যাকাউন্ট থেকে টাকা উঠেও যায়। সেই টাকা কোথা থেকে পাঠানো হয়েছিল এবং কোন কাজে ব্যবহারের জন্য সেই টাকা কাঁকসার স্বেচ্ছাসেবী অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, কি ভাবেই আবার সেই টাকা তুলেছিল সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যে কাঁকসার স্বেচ্ছাসেবী সংগঠনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।