Home / খবর / জেলায় জেলায় / নাগরাকাটায় খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২ অভিযুক্ত

নাগরাকাটায় খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২ অভিযুক্ত

কোলফিল্ড টাইমস: অবশেষে গ্রেফতার হলেন খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় জড়িত দুই অভিযুক্ত। ঘটনার ৫৪ ঘণ্টা পর বুধবার রাতে পুলিশ জানিয়েছে, দুজনকে আটক করা হয়েছে, যদিও তাদের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

গত সোমবার দুপুরে নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিলেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। আচমকা হামলায় আহত হন দুজনেই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সোমবারের ঘটনার পর মোট আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও কাউকে গ্রেফতার না করায় তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশ প্রশাসন। অবশেষে বুধবার দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, বাকি ছয়জনের সন্ধান চলছে এবং ধৃত দুই অভিযুক্ত ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আহত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে চিকিৎসার পর ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সাংসদ খগেন মুর্মুর চোখের নীচের হাড়ে চিড় ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মঙ্গলবারই তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বুধবার দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রীও।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে লোকসভার স্পিকার ওম বিড়লা রিপোর্ট তলব করেছেন। একজন সাংসদের উপর হামলার পরও গ্রেফতারিতে দেরি হওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে।

এ বিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এই মুহূর্তে বন্যাত্রাণই সবচেয়ে জরুরি কাজ। তদন্ত চলছে, সময় লাগবে।”

অন্যদিকে, বিজেপির অভিযোগ, “শাসক দলের আশ্রয়ে হামলাকারীরা এখনও ঘুরে বেড়াচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।”

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *