Home / খবর / জেলায় জেলায় / প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ ১৫ বছর বয়সি উঠতি ফুটবলার, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ ১৫ বছর বয়সি উঠতি ফুটবলার, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ফুটবলের প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ ১৫ বছরের শুভঙ্কর, চাঞ্চল্য নরেন্দ্রপুরে। নরেন্দ্রপুর থানা এলাকায় উঠতি এক ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)।

সোনারপুর গোড়খাঁড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র শুভঙ্কর সোমবার সকাল ৬টা নাগাদ ফুটবলের প্র্যাকটিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর থেকেই তার আর কোনও খোঁজ মেলেনি।শুভঙ্কর খুড়িগাছিতে তার মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলাতেই মা-কে হারিয়েছে সে। বাবার সঙ্গেও কোনও যোগাযোগ নেই।

জানা গিয়েছে, পড়াশোনায় অনিচ্ছুক হওয়ায় মাসি তাকে মাঝে মাঝে বকাবকি করতেন।তার পরই এই নিখোঁজের ঘটনা ঘটে বলে পরিবারের আশঙ্কা।এই ঘটনার বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। উদ্বিগ্ন শুভঙ্করের পরিবার ও আত্মীয়স্বজনরা দ্রুত তার সন্ধান দাবি করেছেন।পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *