কলকাতা: গাড়িচালকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কলকাতা পুলিশ। এখন থেকে যদি কারও মোবাইলে mParivahan অ্যাপ থাকে, তবে আর গাড়ির ফিজিক্যাল (হার্ড কপি) নথি বাজেয়াপ্ত করা হবে না। যদিও DigiLocker অ্যাপও বৈধ ডিজিটাল নথি সংরক্ষণের জন্য স্বীকৃত, তবে পুলিশ জানিয়েছে, শুধুমাত্র mParivahan অ্যাপের মাধ্যমেই নথি বাজেয়াপ্তের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব, যা DigiLocker-এ করা যায় না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির বিমা সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে ইনশিওরেন্স ইনফরমেশন বোর্ড কর্তৃক Vahan ডেটাবেসে আপলোড করা হচ্ছে। ফলে mParivahan বা eChallan অ্যাপে যদি গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত বিমার তথ্য দেখা যায় এবং তা কার্যকর থাকে, তবে গাড়ির বিমার শারীরিক কপিও সঙ্গে রাখার প্রয়োজন নেই।
যে সব ক্ষেত্রে আইন অনুযায়ী নথি বাজেয়াপ্ত করা বাধ্যতামূলক, সেক্ষেত্রে এখন থেকে তা Vahan/Sarathi ডেটাবেসে eChallan সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দেখানো হবে। এই ব্যবস্থা সরাসরি mParivahan অ্যাপের সঙ্গে সংযুক্ত।
তবে যাঁদের কাছে mParivahan অ্যাপ থাকবে না, তাঁদের ক্ষেত্রে কড়াভাবে ফিজিক্যাল ডকুমেন্টস (লাইসেন্স, রেজিস্ট্রেশন ইত্যাদি) বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, শুধু চেকিংয়ের জন্য DigiLocker এবং mParivahan-এর যাচাই করা নথিও গ্রহণযোগ্য হবে।
এক পুলিশ আধিকারিকের কথায়, “ই-ডকুমেন্ট শুধুমাত্র নির্দিষ্ট ই-কোর্টে বাজেয়াপ্ত হিসাবে দেখানো যায়। শহরে আরও ই-কোর্ট চালু না হওয়া পর্যন্ত এই ইলেকট্রনিক নথি বাজেয়াপ্ত করা যাবে না।”










