Home / খবর / খেলা / বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা, মুখ্যমন্ত্রী তুলে দিলেন বঙ্গভূষণ সম্মান

বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা, মুখ্যমন্ত্রী তুলে দিলেন বঙ্গভূষণ সম্মান

শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল কলকাতা। বাংলার একমাত্র বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হয়, সঙ্গে রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের ঘোষণাও করা হয়।

ইডেনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে মুখ্যমন্ত্রী রিচার গলায় উত্তরীয় পরিয়ে দেন। এরপর সোনার চেন ও বঙ্গভূষণ ট্রফি তুলে দেন বাংলার মুখ্যমন্ত্রী। এ সময় গোটা ইডেন মুখরিত হয় “বাংলার গর্ব রিচা” ধ্বনিতে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝুলনরা যেমন সারাজীবন ক্রিকেটকে ভালোবেসে গেছেন, রিচারা সেই স্বপ্নপূরণের পথ দেখিয়েছে। কোনও চাপ না নিয়ে খেলা উপভোগ করুক ও। রিচা আমাদের সবার গর্ব।” তিনি রিচার নির্বাচক শ্যামা দেবী ও গোটা ভারতীয় মহিলা দলের কোচিং স্টাফকেও ধন্যবাদ জানান।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক। বাংলার মেয়েরা এখন ফুটবল, সাঁতার, তিরন্দাজি—সবক্ষেত্রেই দুর্দান্ত করছে। আমি বিশ্বাস করি, একদিন বাংলার মেয়েরাই হবে বিশ্বের সেরা।”

সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিও বলেন, “রিচা আজ যেভাবে ভারতের নাম উজ্জ্বল করেছে, তা ভবিষ্যতের মেয়েদের জন্য অনুপ্রেরণা।”

সোনার মেয়ে রিচাকে ইডেন গার্ডেন্সে এমনভাবে সোনায় বরণ করে নেওয়ার মুহূর্তটি রইল বাংলার ক্রীড়া ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *